এস্তাদিও মনুমেন্টাল যা কিনা শুধু আর্জেন্টিনা জাতীয় দল নয় বিখ্যাত রিভার প্লেট ক্লাবেরও হোম ভেন্যু- সেখানেই রেকর্ডের আলোয় আরও উজ্জ্বল হয়ে উঠলেন লিওনেল মেসি। বুয়েন্স এইরেসের এই স্টেডিয়ামটি ৮৬ বছরের ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী, তবে এরমাঝে মেসির দশম আর্ন্তজাতিক হ্যাটট্রিক আলাদা হয়ে থাকবে। বলিভিয়ার বিপক্ষে হাফ ডজন গোলের জয়ের উৎসবে মধ্যমনি এলএমটেন, পেরুর রেফারি কেভিন পাওলো ওরতেগাকে যে ছ’বার গোলের বাঁশি বাজাতে হয়েছে- তারমধ্যে বিশ্বসেরা ফুটবলারের আছে তিনটি।
৩৩৪ দিন পর নিজ দেশের মানুষের সামনে ঘরের মাঠে খেলতে নামেন লিওনেল মেসি। আর সেখানেই পেলেন দারুণ এক হ্যাটট্রিক। যা ম্যাচ শেষে নিজেও স্মরণ করেছেন এলএমটেন, “এখানে ফিরে আসা, মানুষের ভালবাসা অনুভব করা দারুণ ব্যাপার। দর্শকরা যখন আমার নাম ধরে চিৎকার করে তখন আমি অন্যরকম এক বন্ধন অনুভব করি। ঠিক এজন্য আমি আর্জেন্টিনায় খেলতে ভালবাসি।“
এই তিন গোলের সৌজন্যে মেসি ইরানের স্ট্রাইকার আলী দাইয়ি থেকে (১০৮ গোল) আরও এগিয়ে গেলেন। আর্ন্তজাতিক ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১১২, তিনি আছেন দ্বিতীয় স্থানে। ১৩৩ গোল নিয়ে এই তালিকার শীর্ষে পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো।
তবে আর্ন্তজাতিক গোলসংখ্যায় মেসি ২১ গোল পিছিয়ে থাকলেও হ্যাটট্রিক সংখ্যায় ভাগ বসিয়েছেন রোনালদোর রেকর্ডে। দু’জনেরই আর্ন্তজাতিক হ্যাটট্রিক সংখ্যা ১০টি। এই দু’জন ছাড়া আন্তর্জাতিক ফুটবলে আর ১০টি হ্যাটট্রিকের রেকর্ড আছে একজনের, তিনি ইংল্যান্ডের ফরোয়ার্ড ভিভিয়ান উডওয়ার্ড। ১১০ বছর আগে ইংল্যান্ডের হয়ে খেলা এই ভদ্রলোকের ১০ হ্যাটট্রিকের ৬টিই অপেশাদার দলের হয়ে, আর তাই তিনি মেসি-রোনালদোর সাথে তুল্য নন। আর্ন্তজাতিক ফুটবলে প্রথম ৯ হ্যাটট্রিক করা ফুটবলার ছিলেন সুইডেনের সভেন রাইডেল, ১৯৩২ সালে সেটি করেছিলেন তিনি। ৯টি আন্তর্জাতিক হ্যাটট্রিক আছে আরব আমিরাতের আলী আহমেদ মাবখুতেরও। ৮টি আছে- ইরানের আলী দাইয়ি, জার্মানির জার্ড মুলার ও ডেনমার্কের পল নিয়েলসনের। এই চারজনই আন্তর্জাতিক ফুটবলে আর নেই। আর তাই মেসি-রোনালদোর সামনে সুযোগ আছে নিজেদের ১০ হ্যাটট্রিকের রেকর্ড আরও সমৃদ্ধ করার।
মেসি-রোনালদো হ্যাটট্রিকের একই ব্রাকেটে |
পর্তুগিজ ক্লাব স্পোর্তিং সিপি’র কোচ রুবেন আমোরিমকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কাছাকাছি ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ গণমাধ্যমের দাবি, নভেম্বরে আন্তর্জাতিক বিরতি শেষে ইউনাইটেডের দায়িত্ব নেবেন আমোরিম। সে পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন রুড ফন নিস্টলরয়।
দ্য আথলেটিকস তো দাবি করছে, এরই মধ্যে দুই পক্ষের মধ্যে চুক্তিও হয়ে গেছে। একই তথ্য দিচ্ছে ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তার মতে, দুই পক্ষ চুক্তি করতে সম্মত হয়েছে। আন্তর্জাতিক বিরতী শেষে আগামী ২৪ নভেম্বর ইপসউইচ টাউনের সাথে ম্যাচ দিয়ে ইউনাইটেডের ডাগআউটে অভিষেক হবে আমোরিমের।
২০২৭ সাল পর্যন্ত ইউনাইটেডের সাথে আমোরিমের চুক্তি হতে যাচ্ছে বলে জানাচ্ছেন রোমানো। ৩৯ বছর বয়সী এই কোচকে নিয়োগ দিতে বড় অঙ্কের অর্থই খরচ করতে হচ্ছে রেড ডেভিলদের। রিলিজ ক্লজের ১০ মিলিয়ন পুরটাই স্পোর্তিং সিপিকে দিতে হবে বলে দাবি করছেন রোমানো।
আরও পড়ুন
আমি চলে গেলেও সিটির অবস্থা ইউনাইটেডের মত হবে না : গার্দিওলা |
এর আগে পুর্তুগিজ এই কোচকে নিয়ে গুঞ্জন ছিল লিভারপুলের সাথেও। আরেক ইংলিশ ক্লাব ওয়েস্ট হামের সাথেও জোড়া হয়েছিল তার নাম। শেষ পর্যন্ত অবশ্য সব গুঞ্জনই থেকে গেছে।
লম্বা সময় পর ২০২১ সালে স্পোর্তিং সিপিকে লিগ জিতিয়ে আলোচনায় আসেন আমোরিম। দুই মৌসুম পর আবারও গেল মৌসুমে স্পোর্তিং সিপিকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। চলতি মৌসুমেও তার দল লিগা পর্তুগালে শুরুটা করেছে দারুণ। ৯ ম্যাচের সব কয়টাতেই জয় তুলে নিয়েছে তারা।
ফুটবল ক্যারিয়ারে আমোরিম বেশিরভাগ সময়ই কাটিয়েছেন পর্তুগালের ক্লাব বেনফিকাতে। ২০১৭ সালে ফুটবলকে বিদায় জানান তিনি।