নিজের
ভালোবাসা থেকে কতদিন দূরে
থাকা যায়? ইয়ুর্গেন ক্লপও
পারলেন না ভালোবাসার মায়ায়
নিজেকে জড়ানো থেকে আর বেশি
দিন দূরে থাকতে। চলতি
বছর জানুয়ারি মাসে ঘোষণা দিয়েছিলেন,
মৌসুম শেষে ছাড়বেন লিভারপুল,
নিজেকে দীর্ঘ ২৫ বছরের টানা
কোচিং ক্যারিয়ায়ে ছেদ টেনে কাটাবেন
সাময়িক অবসরের ফুরসত। কিন্তু সে ছুটির দৈর্ঘ্যটাও
কমিয়ে আনলেন হেভি মেটাল ফুটবল
আর্টিস্ট, তবে এবার আর
ডাগআউটে নয়। ইয়ুর্গেন ক্লপের
নতুন চাকরি এবার রেড বুল
গ্রুপের অধীনে, তাদের বৈশ্বিক ফুটবলের প্রধানের চেয়ারে (হেড অব গ্লোবাল
সকাল) বসতে যাচ্ছেন এবার
এই ৫৭ বছর বয়সী
জার্মান।
তবে
অন্য দশটা সাধারণ কর্পোরেট
৯-৫টা কিংবা এরও
বেশি কর্মঘণ্টার কাজ করার ঝক্কিটা
ক্লপকে পোহাতে হচ্ছে না। রেড বুলের
যে আন্তর্জাতিক ফুটবল নেটওয়ার্ক রয়েছে, তাঁর সার্বিক তদারকির
দায়িত্বটা বুঝে নিবেন তিনি
আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে।
তাঁর কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হবে, রেড বুল
গ্রুপের অধীনে থাকা দলগুলোর স্পোর্টিং
ডিরেক্টরদের কাজের সঙ্গে সমন্বয় করে তাঁদের সহায়তা
করা। এছাড়াও রেড বুলের বৈশ্বিক
স্কাউটিং এবং কোচদের সার্বিক
উন্নয়নের জন্য কাজ করবেন
তিনি।
ক্লপের ফুটবলে ফেরাটা যে কোনো ফুটবলপ্রেমীর জন্য আনন্দের খবর, তবে এই নতুন চাকরি সবচেয়ে বেশি প্রশান্তি খুঁজে পাচ্ছেন ক্লপ নিজেই। নতুন এই দায়িত্ব বুঝে নিতে পেরে উচ্ছ্বসিত ক্লপ জানিয়েছেন-
“সাইডলাইনে প্রায় ২৫ বছর কাটানোর পর এমন এক প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পারার আনন্দে আমার তো আর তর সইছে না। আমার কাজের ধারা হয়তো বদলে যাবে, কিন্তু ফুটবল এবং এর সংশ্লিষ্ট মানুষের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ কখনই বদলাবে না।”
এই মুহূর্তে রেড ফুটবল আমব্রেলার নিচে রয়েছে বুন্দেসলিগার আরবি লাইপজিগ, অস্ট্রিয়ান বুন্দেসলিগা এফসি রেড বুল সালজবুর্গ, এমএলএসে নিউ ইয়র্ক রেড বুলস এবং ব্রাজিল সেরি আতে রেড বুল ব্রাগানটিনো ও রেড বুল ব্রাসিল। গ্রুপের সবগুলো দলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করার ব্যাপারে মুখিয়ে আছেন সাবেক লিভারপুল বস; বলছেন-
“রেড বুলে যোগ দিয়ে আমি তাদের অধীনে থাকা অসংখ্য মেধাবী ফুটবলারদের উন্নতি এবং তাদের খেলার উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই। একসঙ্গে আমরা অনুসন্ধান করবো যা আমাদের পক্ষে করা সম্ভব। আমার দায়িত্বটাকে আমি রেড বুলের কোচ এবং ব্যবস্থাপকদের একজন পরামর্শদাতা হিসেবে দেখছি। তবে আমি এমন একটি প্রতিষ্ঠানের অংশ হতে যাচ্ছি যারা মৌলিক, সৃজনশীল এবং ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে কাজ করে। আমি খুবই উচ্ছ্বসিত।”
লিভারপুল
এর ম্যানেজারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর
ঘোষণা দেওয়ার পর অনেক ক্লাবই
ক্লপের সাক্ষরের জন্য হন্যে হয়ে
ঘুরছিল। লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ এবং ৩০
বছরে প্রথমবার প্রিমিয়ার লিগ জেতানো ক্লপ
শেষ পর্যন্ত বেছে নিলেন রেড
বুল গ্রুপের গ্লোবাল হেড অব সকারের
পদটিকে।
১২ নভেম্বর ২০২৪, ৭:৫৮ পিএম
ক্লাব ফুটবলের আপাতত বিরতি, কিন্তু বিরতি নেই ফুটবলারদের। ক্লাবের জার্সি ছেড়ে জাতীয় দলের জার্সি স্যুটকেসে ভরে যে যার মতো যোগ দিয়েছেন জাতীয় দলগুলোর ক্যাম্পে। আর আন্তর্জাতিক বিরতি মানেই ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ, এবং সে ম্যাচগুলো ঘিরে বিশেষ উদ্দীপনা বাংলাদেশে। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এবারও দুটি করে ম্যাচ খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা।
আর্জেন্টিনার প্রস্তুতি
প্যারাগুয়ের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচকে কেন্দ্র করে আগেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল স্কালোনির অধীনে ডাক পাওয়া ফুটবলাররা। প্রাথমিক অনুশীলন সেশনে প্রস্তুতিতে অংশ নিয়েছেন ২০ জন ফুটবলার। লাউতারো মার্তিনেজ, আলেহান্দ্রো গারনাচোরা, নিকোলাস তালিয়াফিকো ও তাতি কাস্তেয়ানোসরা দলের সঙ্গে যোগ দিবেন মঙ্গলবার থেকে।
আরও পড়ুন
কেমন হলো আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড? |
কারা আছেন এবারের আর্জেন্টিনা স্কোয়াডে?
ছয় দিন আগে আর্জেন্টিনা দল ঘোষণা করলেও চোটেরর কারণে দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার হেরমান পেৎ্সেল্লা। এছাড়া চোটের কারণে দল থেকে সরিয়ে নিয়েছেন নিকো গনজালেসও।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি), হেরোনিমো রুই (অলিম্পিক মার্সেই)
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনজালো মনতিয়েল (সেভিয়া), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহাম), লিওনার্দো বালেরদি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)
মিডফিল্ডার: এনজো ফেরনান্দেজ (চেলসি), লিয়ান্দ্রো পারেদেস (এএস রোমা), ইজিকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), আলেক্সিস ম্যাকঅ্যালাস্টার (লিভারপুল), গিওভান্নি লো সেলসো (রিয়াল বেতিস), এনজো বারেনেচেয়া (ভালেন্সিয়া), থিয়াগো আলমাদা (বোতাফোগো), ফাকুন্দো বুয়োনানতে (লেস্টার সিটি), নিকোলাস পাজ (কোমো ১৯০৭)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গঞ্জালেস (ইয়্যুভেন্তস), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্তারনাৎ্সিওনাল), ভালেন্তিন কাসতেয়ানোস (লাৎ্সিও)
আরও পড়ুন
যে কারণে নেইমারকে ব্রাজিল দলে রাখেননি দরিভাল |
আর্জেন্টিনার ম্যাচ সূচি
লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের টেবিলে শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে বাংলাদেশ সময় আগামী শুক্রবার, ভোর ৫:৩০ এ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে লিওনেল মেসির দল। প্যারাগুয়ের আসুনসিওনের উয়েনো দেফেনসোরেস দেল চাকো স্টেডিয়ামে হবে ম্যাচটি।
এরপর আগামী ২০ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনার ম্যাচ পেরুর বিপক্ষে। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটা আর্জেন্টিনা খেলবে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের বিখ্যাত লা বম্বোনেরা স্টেডিয়ামে।
ব্রাজিলের প্রস্তুতি
অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের জাতীয় দলকে ঘিরে বয়ে গেছে অস্বস্তির বাতাস। দরিভাল জুনিয়র দলের রেকর্ড তখন বলছে, আটটা বাছাই পর্বের ম্যাচের মধ্যে চারটাতেই হার, একটা ড্র আর তিনটা জয়। তবে চিলি আর পেরুর সঙ্গে দুটো জয়ে দরিভাল জুনিয়র এবং ব্রাজিল দলকে নিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব পার হতে না পারার শঙ্কা অনেকটাই দূর হয়েছে। ব্রাজিলের জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা, আর্জেন্টিনার চাইতে অবশ্য ব্রাজিলের জন্য এবারের বাছাই পর্বের ম্যাচগুলো তুলনামূলক কঠিনই বটে।
কারা আছেন এবারের ব্রাজিলের স্কোয়াডে?
স্কোয়াড ঘোষণার পর ব্রাজিল দলের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে দুই রিয়াল মাদ্রিদ তারকা এদের মিলিতাওর এসিএল এবং রদ্রিগোর পেশির ইনজুরি। এই দুজনের বদলি ফুটবলার অবশ্য ঘোষণা করা হয়েছে। আগে থেকে ইনজুরির কারণে নেই আলিসন।
গোলরক্ষক: বেন্তো (আল নাসর), এদেরসন ম্যানচেস্টার সিটি), ওয়েভেরতন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (ইয়্যুভেন্তস), ভান্দেরসন (এএস মোনাকো), আবনের (লিঁও), গিলের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), লিও অরতিজ (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল মাঘালেস (আর্সেনাল), মার্কিনিয়োস (পিএসজি), মুরিলো (নটিংহাম ফরেস্ট)
মিডফিল্ডার: আন্দ্রে (উলভস), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), গারসন (ফ্লামেঙ্গো), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম), আন্দ্রেস পেরেইরা (ফুলহাম)
ফরোয়ার্ড: এস্তেভাও (পালমেইরাস), গাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল), লুইজ এনরিক (বোতাফোগো), সাভিনিও (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ইগর হেসুস (বোতাফোগো), রাফিনিয়া (বার্সেলোনা)
আরও পড়ুন
২৮ সদস্যের আর্জেন্টিনা দল ঘোষণা, মেসি থাকলেও নেই বড় এক নাম |
ব্রাজিলের সূচি
নভেম্বর মাসের প্রথম বাছাই পর্বের ম্যাচ খেলতে ব্রাজিলকে যেতে হবে ভেনেজুয়েলার মাঠে। শুক্রবার ১৫ নভেম্বর, বাংলাদেশ সময় রাত ৩ টায় দরিভাল জুনিয়রের দল মুখোমুখি হবে ফেরনান্দো বাতিস্তার ভেনেজুয়েলা দলের। আর পাঁচদিন পর ব্রাজিলের সালভাদোরে খেলতে আসবে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে, যারা কোপা আমেরিকার পর বিশ্বকাপ বাছাইয়ে একটা ম্যাচও জিততে পারেনি। ২০ নভেম্বর বুধবার, বাংলাদেশ সময় ভোর ৬:৪৫ এ শুরু হবে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচটি।
লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিল :
দল | ম্যাচ | পয়েন্ট |
১. আর্জেন্টিনা | ১০ | ২২ |
২. কলম্বিয়া | ১০ | ১৯ |
৩. উরুগুয়ে | ১০ | ১৬ |
৪. ব্রাজিল | ১০ | ১৬ |
৫. ইকুয়েডর | ১০ | ১৩ |
৬. প্যারাগুয়ে | ১০ | ১৩ |
৭. বলিভিয়া | ১০ | ১২ |
৮. ভেনেজুয়েলা | ১০ | ১১ |
৯. পেরু | ১০ | ৬ |
১০. চিলি | ১০ | ৫ |
আন্তর্জাতিক বিরতির আগে পাওয়া চোটে বার্সেলোনার শেষ ম্যাচ খেলতে পারেননি। গোড়ালির আঘাত থেকে সেরে খুব শীঘ্রই মাঠে ফেরা হচ্ছে না লামিন ইয়ামালের। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ ফরোয়ার্ডকে।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পান ইয়ামাল। লা লিগায় এই সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাই ম্যাচটি তাকে দেখতে হয়েছে গ্যালারিতে বসেই। এই মৌসুমে কাতালান ক্লাবটির মাত্র দুটি ম্যাচে একাদশে ছিলেন না তিনি। কাকতালীয়ভাবে সেই দুটি ম্যাচেই হেরে যায় বার্সেলোনার।
সোসিয়েদাদ ম্যাচের পর ইয়ামালের চোট প্রসঙ্গে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেছিলেন-
“আমি জানি না সে আন্তর্জাতিক বিরতির পরে ফিরবে কিনা। আমরা তাকে জাতীয় দলে যোগ না যাওয়ার জন্য বলেছি। আমি জানি না সে কতদিন বাইরে থাকবে। তার গোড়ালিতে আঘাত আছে।”
১৭ বছর বয়সী এই ইয়ামাল এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ছয়টি গোল করার পাশাপাশি ৮টি গোলও করিয়েছেন সতীর্থদের দিয়ে।
এবারের আন্তর্জাতিক বিরতিতে স্পেনের ইউয়েফা নেশন্স লিগের দুটি ম্যাচের দলে রাখা হয়েছিল ইয়ামালকে। এখন ডেনমার্ক ও সুইজারল্যান্ডের ম্যাচের জন্য প্রতিভাবান এই ফুটবলারের বিকল্প খুঁজতে হবে কোচ লুইস দে লা ফুয়েন্তেকে।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৮ দিন আগে
২৯ দিন আগে