গত বৃহস্পতিবার রাতে হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের ড্র। কয়েক ঘণ্টার ব্যবধানে অনুষ্ঠিত হয়েছে ইউরোপা লিগের ড্র। চ্যাম্পিয়ন্স লিগের মতো ইউরোপা লিগের ড্র-তেও দেখা মিলেছে নতুনত্বের। তাতে নিশ্চিত হয়ে গেছে বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ। যেখানে ম্যানচেস্টার ইউটাইটেড লড়বে জোসে মরিনিয়োর ফেনেরবেচের সাথে।
ম্যানচেস্টার ইউনাইটেড
রেঞ্জার্স (হোম), পোর্তো (অ্যাওয়ে), পাওক (হোম), ফেনেরবাচ (অ্যাওয়ে), বোদো/গিল্মত (হোম), ভিক্টোরিয়া প্ল্যাজন (অ্যাওয়ে), এফসি টুয়েন্টে (হোম), এফসিএসবি (অ্যাওয়ে)।
টটেনহাম
রোমা (হোম), রেঞ্জার্স (অ্যাওয়ে), আলকমার (হোম), ফেরেনকাভারস (অ্যাওয়ে), কারাবাগ (হোম), গ্যালাতাসারায় (অ্যাওয়ে), এলফসবর্গ (হোম), হফেনহাইম (অ্যাওয়ে)।
রোমা
ফ্রাঙ্কফুর্ট (হোম), টটেনহাম (অ্যাওয়ে), ব্রাগা (হোম), আলকমার (অ্যাওয়ে), দিনামো কিয়েব (হোম), ইউনিয়ন এসজি (অ্যাওয়ে), অ্যাথলেটিক ক্লাব ( হোম), এলফসবোর্গ (অ্যাওয়ে)।
আয়াক্স
লাজিও (হোম), স্লাভিয়া ফ্রাহা (অ্যাওয়ে), এম.টেল-আভিভ (হোম), রিয়াল সোসিদিয়াদ (অ্যাওয়ে), গ্যালাতাসারে (হোম), কারাবাগ (অ্যাওয়ে), বেসিকতাস (হোম), আরএফএস (অ্যাওয়ে)।
গত কয়েক সপ্তাহ স্বপ্নের মতই কাটছিল বার্সেলোনার। টানা জয়ের ধারায় থাকা দলটির রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছিল তাদেরই মাঠে গিয়ে। চ্যাম্পিয়ন্স লিগেও চিত্রটা ছিল দারুণ। সেই উড়তে থাকা বার্সেলোনাকে অবশেষে মাটিতে নামিয়ে এনে হারের স্বাদ উপহার দিয়েছে রিয়াল সোসিয়েদাদ। ম্যাচে নিজেদের ছায়া হয়েই ছিল কাতালান ক্লাবটি। কোচ হান্সি ফ্লিকের মতে, এই হারের কোনো অজুহাত নেই তাদের।
রোববার লা লিগার ম্যাচটির আগ পর্যন্ত এই মৌসুমে প্রতিটি ম্যাচেই গোল করেছিল বার্সেলোনা। তবে সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে গোলের জন্য লক্ষ্যে একটি শটও রাখতে পারেনি দলটি, লা লিগায় গত ১০ মৌসুমের মধ্যে যা তাদের জন্য প্রথম। অন্যদিকে এই হারের মধ্য দিয়ে ইতি ঘটেছে ফ্লিকের দলের টানা সাত ম্যাচের জয়ের পথচলা।
আরও পড়ুন
উড়ন্ত ফর্মে থাকলেও লা লিগায় বার্সাকে ফেভারিট দেখছেন না ফ্লিক |
মলিন পারফরম্যান্সের পর তাই জয়ের জন্য প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়েছেন ফ্লিক।
“আজকের দিনটা আমাদের ছিল না। আমি মনে করি আমাদের এই ফলাফল মেনে নিতে হবে। কারণ, তারা ভালো খেলেছে। এটা পরিষ্কার, কোনো অজুহাতই নেই৷ আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি।”
ম্যাচে বার্সেলোনার একাধিক সুযোগ পূর্ণতা পায়নি ফরোয়ার্ডদের ব্যর্থতায়। ফিনিশিং ছিল না একেবারেই চেনা ছন্দে। ফ্লিকের কন্ঠেও ফুটে উঠল বিষয়টি।
“বল নিয়ে আমরা শুরুটা ভালোই করেছিলাম, আমি তাতে খুশি ছিলাম। কিন্তু এরপরই আমরা সংগ্রাম করতে শুরু করলাম এবং তারা গোল করে ফেলল। আমরা কিছু খারাপ সিদ্ধান্তও নিয়েছিলাম, আমাদের এটা মেনে নিতে হবে।”
ম্যাচে বার্সেলোনা গোলের সামনে নাজুক থাকলেও সোসিয়েদাদ বেশ ভালোই খেলেছে পুরো সময়েই। প্রতিপক্ষের বাজে ডিফেন্সের সুযোগ যদি ঠিকঠাক কাজে লাগাতে পারতেন দলটির খেলোয়াড়রা, তাহলে আরও বড় ব্যবধানে জিততে পারত তারা।
আরও পড়ুন
ফ্লিকের ‘হাই লাইন’ ডিফেন্সের ফাঁদ যেন ‘এআই’ দিয়ে বানানো! |
আর তাই ফ্লিক মনে করেন, জয় পাওয়ার মত ফুটবল খেলেনি তার দল।
“এই পরাজয়ের দায় আমাদেরই। আমরা আরও ভাল খেলতে পারতাম এবং সেটা করা উচিত ছিল। আমরা শেষ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করেছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু আজ আরও ভালো ফলাফল পাওয়ার যোগ্য হওয়ার মত যথেষ্ট ভালো ছিলাম না আমরা।”
হারের পরও ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে বার্সেলোনা।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে লিভারপুল, আর তাতে গোলের পর গোল করে বড় অবদান রেখে চলেছেন মোহামেদ সালাহ। অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়ের ম্যাচে গোল করে ও করিয়ে নাম লিখিয়েছেন রেকর্ডের পাতায়। প্রিমিয়ার লিগের একটি ম্যাচে একটা অ্যাসিস্টের পাশাপাশি একটি গোল, লিগে এই কীর্তি সর্বোচ্চ ৩৫ বার করেছিলেন রুনি। সালাহ এবার পাশে বসেছেন সাবেক ইংলিশ তারকার।
ভিলার সাথে ম্যাচের ২০তম মিনিটে দারউইন নুনেসকে দিয়ে গোল করান সালাহ। ম্যাচ শেষের ছয় মিনিট আগে নিজেও পান গোলের দেখা। লিভারপুলের পরবর্তী ম্যাচ আগামী ২৪ নভেম্বর। সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে ওই ম্যাচেই হয়ত ভেঙে যাবে রুনির রেকর্ডটা। আর না ভাঙলেও তাকে ছাড়িয়ে যেতে সামনে পরে আছে পুরো মৌসুমই।
আরও পড়ুন
স্লটের আগমনে লিভারপুলে ইতি ঘটছে সালাহ অধ্যায়ের? |
চলতি বছর সালাহ আর লিভারপুল আছে দারুণ ছন্দে। চ্যাম্পিয়ন্স লিগে চার রাউন্ড শেষে সবার ওপরে অল-রেডস। ইংলিশ প্রিমিয়ার লিগে সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে লিভারপুল। ইংল্যান্ডের শীর্ষ লিগে এখন পর্যন্ত সালাহ গোল করেছেন ৮টি। তার চেয়ে বেশি গোল করেছেন কেবল একজনই, ১২ বার গোল করা ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ড।
আর সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় সালাহ আছে দুই নম্বরে। মৌসুমে সালাহ গোল করতে সহযোগিতা করেছেন ৬বার। ৭ অ্যাসিস্টে সবার ওপরে আছে আর্সেনাল স্ট্রাইকার বুকায়ো সাকা। তবে, গোল আর অ্যাসিস্ট মিলিয়ে সালাহই সবচেয়ে এগিয়ে। ৮ গোল আর ৬ অ্যাসিস্ট, সব মিলিয়ে সালাহ’র সংখ্যা ১৪।
আরও পড়ুন
লিভারপুলে আরেক মৌসুম থাকার ইঙ্গিত দিলেন সালাহ? |
২০১৭ সালে ৪৪ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’তে রোমা থেকে লিভারপুলে এসেছিলেন সালাহ। মিশরীয় তারকা এখন পর্যন্ত ৩৬৬ ম্যাচ খেলে ২২১ গোলের সাথে অ্যাসিস্ট করেছেন ৯৯টা। লিভারপুল ইতিহাসেরই অন্যতম সেরা ফুটবলার মানা হয় সালাহকে।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৯ দিন আগে