এসেছেন লিভারপুলে ভীষণ জনপ্রিয় ও সফল ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত হয়ে। স্বাভাবিকভাবেই আর্নে স্লটের ওপর সমর্থকদের ছিল বাড়তি প্রত্যাশা। তাই বলে এই মৌসুমে এখন পর্যন্ত দলটি যেভাবে খেলছে, সেটাও নিশ্চয় কেউ আশা করেননি। তার কোচিংয়ে যে বদলে যাওয়া লিভারপুল রীতিমত উড়ছে সব প্রতিযোগিতায়। চ্যাম্পিয়ন্স লিগে আরেকটি জয়ের পর স্লটও বললেন, এত দ্রুত তার অধীনে ভালো খেলতে শুরু করবে দল, সেটা ভাবনায় ছিল না।
এই মৌসুমকে সামনে রেখে লিভারপুলের দায়িত্ব নিয়েছেন স্লট। প্রিমিয়ার লিগের পাশাপাশি তার অধীনে দুর্দান্ত ফর্মে আছে ইংলিশ ক্লাবটি। সবশেষ লেভারকুসেনকে গত মঙ্গলবার হারিয়েছে ৪-০ গোলে। এই প্রতিযোগিতায় চার ম্যাচের চারটিতেই জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে স্লটের দল। একই চিত্র প্রিমিয়ার লিগেও। এই মৌসুমে এখনও অপরাজিত আছে লিভারপুল।
আরও পড়ুন
লিভারপুলের সিনিয়র ফুটবলারদের হুশিয়ারি স্লটের |
ক্লাবে যোগদানের সময় লিভারপুল এখন কতটা ভালো করবে, কল্পনা করতে পেরেছিলেন কিনা, এই প্রশ্নে স্লট দিয়েছেন অকপট জবাব। “না। একজন কোচ হিসেবে আপনি সামনের দিকে তাকাবেন না, আপনি দুই বা তিন মাস পরে কী হবে সেদিকে তাকাবেন না। আপনি ভাববেন পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ নিয়ে..”
গত মৌসুম লিভারপুলের জন্য ভালো কাটেনি। সাথে যোগ হয় ক্লপের বিদায়। এরপর স্লট কেমন করেন, তা নিয়ে নানা কারণেই তাই ছিল সংশয়। তবে দারুণভাবেই নতুন চ্যালেঞ্জ সামলাচ্ছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচের ১৪টিতেই জিতেছে লিভারপুল।
আরও পড়ুন
‘লিভারপুলে স্লটের হানিমুন শেষ, চ্যালেঞ্জ তো মাত্র শুরু’ |
লেভারকুসেনের বিপক্ষে হ্যাটট্রিক করা জয়ের নায়ক লুইস দিয়াস মনে করেন, স্লটের হাত ধরে ভালো কিছু আসবে। “নতুন কোচ আসার পর থেকে সবকিছু খু ভালোভাবে যাচ্ছে, তার জন্য এখানে আসা এবং ইয়ুর্গেন ক্লপের শূন্যস্থান পূরণ করা সহজ ছিল না। আশা করি মৌসুমের শেষে কিছু থাকবে আমাদের নামের পাশে।”
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা ভালো না হলেও, শেষ ৪ ম্যাচের ৩টিতে জিতে ব্রাজিল উঠে এসেছে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে। লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলের তলায় থাকা ভেনেজুয়েলার বিপক্ষে পরের ম্যাচ ব্রাজিলের। দরিভাল জুনিয়রের দলে পরিবর্তন আসছে, সেটা ভিনিসিয়ুসের ফেরা আর রদ্রিগোর ইনজুরিতে থাকায় নিশ্চিত হয়ে গিয়েছিলো।
ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর দরিভাল জুনিয়রের কাছে চ্যালেঞ্জ ছিলো সঠিক কম্বিনেশনটা খুঁজে বের করা। অক্টোবর উইন্ডোতে পেরু ও চিলির বিপক্ষে টানা ২ জয়ে যেনো সেই কম্বিনেশন নিয়ে চিন্তার ভাঁজ কেটে গেছে ব্রাজিল কোচের। বিশেষ করে মিডফিল্ডে। গারসন ও ব্রুনো গুইমারেসে মন বসেছে দরিভালের। আন্দ্রে ও লুকাস পাকেতা থেকে এগিয়ে তারা। দরিভাল জানান-
“আন্দ্রে মাঠে যতক্ষণ থাকে ওর মধ্যে ভিন্নতা থাকে, পাকেতা নিজের সেরা সময়ে নেই, তবে ও আবার ফিরবে এটা জানি। গারসন ফ্ল্যামেঙ্গোতে যেভাবে খেলছে, সেরা।এই ম্যাচের জন্য মিডফিল্ডে কারা খেলবেন সেটা আগেই ঠিক করে ফেলেছিলাম।”
আরও পড়ুন
ভিনিসিয়ুস বনাম পুরো বিশ্ব, যে লড়াইটা ফুটবলের চেয়েও বড়… |
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
এদেরসন, অ্যাবনার, গ্যাব্রিয়েল, মার্কিনিয়োস, ভ্যানডারসন, গারসন, ব্রুনো গুইমারেস, সাভিনিয়ো, রাফিনিয়া, ভিনিসিয়ুস ও ইগোর হেসুস।
গারসন ও ব্রুনো গুইমারেসের সাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন রাফিনিয়া। রদ্রিগোর ইনজুরিতে থাকায় ব্রাজিলের ’১০ নম্বর’ জার্সির নতুন প্রতিনিধি হচ্ছেন ফর্মের তুঙ্গে থাকা বার্সেলোনার এই ফুটবলার।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থাকলেও, নিজেদের ঘরের মাঠে সবশেষ ২ ম্যাচে উরুগুয়ে ও আর্জেন্টিনাকে আটকে দিয়েছিলো স্বাগতিক ভেনেজুয়েলা।
আরও পড়ুন
ভিনিসিয়ুস ব্যালন ডি’অর না জেতায় ফুটবলের ‘পরাজয়’ দেখছেন রিচার্লিসন |
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা সবশেষ ম্যাচে জিতেছিলো ৬-০ গোলে। সেই ম্যাচে একসাথে লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ আর হুলিয়ান আলভারেজ শুরু করেছিলেন। মেসি করেছিলেন হ্যাটট্রিক আর লাউতারো ও আলভারেজও পেয়েছিলেন গোল। আর্জেন্টিনার সামনে এবার প্যারাগুয়ে, ফরোয়ার্ড লাইনে এই তিনজনকে একসাথে রেখেই কী শুরুর একাদশ নামাবেন লিওনেল স্ক্যালোনি?
আর্জেন্টিনার কোচ ইঙ্গিত দিয়েছেন তেমনই,
“প্রায় একই দল নিয়েই প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবো। এমন এক দলের বিপক্ষে খেলা যারা দুর্দান্ত ফর্মে রয়েছে।”
তবে, আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা দলের কোচের ভাবনাতে আছে আরেক বিকল্প। তিন ফরোয়ার্ড না খেলিয়ে ৪ মিডফিল্ডারকে নিয়েও দল সাজাতে পারেন স্ক্যালোনি। সেক্ষেত্রে লাউতারো মার্তিনেজের জায়গায় একাদশে আসতে পারেন লো সেলসো।
শুরুর একাদশের বাকি ১০ পজিশন নিয়ে তেমন ধোঁয়াশা নেই। নিষেধাজ্ঞা কাটিয়ে গোলকিপার হিসেবে ফিরছেন এমিলিয়ানো মার্তিনেজ। লিসান্দ্রো মার্তিনেজের ইনজুরিতে ক্রিশ্চিয়ান রোমেরোর সেন্টার ব্যাক সঙ্গী নিকোলাস ওতামেন্দি। ন্যাহুয়েল মলিনার সাথে নিকোলাস ত্যালিয়াফিকো সামলাবেন দুই ফুল ব্যাকের দায়িত্ব। তিন মিডফিল্ডার হিসেবে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ আর ম্যাক অ্যালিস্টার থাকছেন। সামনে লিওনেল মেসির সাথে হুলিয়ান আলভারেজ।
শুক্রবার ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৮ দিন আগে
২৯ দিন আগে