ফুটবল মাঠে সার্জিও রামোসের মেজাজ হারানো ঘটনা নতুন কিছু নয়। প্রতিপক্ষের খেলোয়াড়ের পাশাপাশি রেফারিদের সাথে মেজাজ হারিয়ে লাল কার্ডও দেখেছেন অনেক, গড়েছেন বিব্রতকর রেকর্ডও। তবে এবার ঘটলো ভিন্ন ঘটনা। রামোস মেজাজ হারালেন সমর্থকদের ওপর। কথা বলার সময় বিরক্ত করায় বেজায় চটে যান এই স্প্যানিশ ডিফেন্ডার, দেন কড়া ধমকও।
আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগায় সেভিয়ার ২-০ গোলে হারের পর ঘটে এই কান্ড। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকার চলাকালীন সেভিয়ার এক সমর্থকের ওপর মেজাজ হারান রামোস। তার ওপর বেশ রাগও ঝাড়েন ৩৭ বছর বয়সী ফুটবলার। “কিছুটা সম্মান দেখাও, আমরা এখানে কথা বলছি। মানুষের প্রতি কিছুটা সম্মান দেখাও, নাহলে অন্তত ক্লাবের ব্যাজের জন্য। আমরা এখানে কথা বলছি, হয় চুপ করো, নাহয় এখান থেকে চলে যাও।”
আরও পড়ুন: লা লিগার ইতিহাসকেই পাল্টে দিচ্ছে জিরোনা
২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে পাড়ি জমান রামোস। সেখানে দুই মৌসুম কাটিয়ে এই গ্রীষ্মকালীন দলবদলে ফেরেন শৈশবের ক্লাব সেভিয়ায়। অবশ্য এখানে আসার পর থেকেই সেভিয়ার অবস্থা অনেকটাই ছন্নছাড়া। টানা হারে দলটি নেমে গেছে পয়েন্ট টেবিলের ১৬ নাম্বারে।
এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে সেভিয়া জয় পেয়েছে মাত্র ৩ ম্যাচে। গতবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা এবার মৌসুমের মাঝপথে অবনমন থেকে আছে মাত্র এক পয়েন্ট দুরত্বে। এরই মধ্যে গত এক বছরে তারা দুজন কোচকে বরখাস্ত করেছেন। তবে তাতেও কাজের কাজ কিছুই হচ্ছে না। নতুন কোচের অধীনেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ক্লাবটি।
দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বশেষ খেলার আপডেট জানতে চোখ রাখুন টি স্পোর্টসে এছাড়া ফেসবুকে আমাদের ফলো করতে এখানে ক্লিক করুন ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
No posts available.
বয়স ৩৪, ইলকাই গুনদোগান বুঝে গেছেন- পেপ গার্দিওলার ঢেলে সাজানো ম্যানচেস্টার সিটিতে নিয়মিত আর জায়গা হচ্ছে না তাঁর। মাঝে ফ্রি ট্রান্সফারে গিয়েছিলেন বার্সেলোনায়, সেখানেও থিতু হতে পারেননি। চুক্তির শর্ত অনুযায়ী আবারও ফেরেন সিটিতে। তবে ফ্রি ট্রান্সফারে ইউরোপের শীর্ষে লিগ থেকে এবার পাড়ি জমালেন তুরস্কে। তুর্কি ক্লাব গালাতাসারাইয়ে নতুন করে ঠিকানা গড়লেন এই মিডফিল্ডার।
২০২৬-২৭ মৌসুম পর্যন্ত গালাতাসারাইয়ের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে গুনদোগানের। সিটির সঙ্গে আরও এক বছরের চুক্তি বাকি থাকলেও তুরস্কের ট্রান্সফার উইন্ডো ১২ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকায় তাঁকে ছাড় দিয়েছে ইতিহাদের ক্লাবটি। গার্দিওলার পরিকল্পনায় নেই তিনি।
সব মিলিয়ে সিটির সঙ্গে শেষ হলো ৯ বছরের অধ্যায়। ক্লাবটির হয়ে ৩৫৮টি ম্যাচ খেলে করেছেন ৬৫টি গোল। চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, ট্রেবল শিরোপা- সবই তাঁর নামের পাশে রয়েছে।
আরও পড়ুন
নেপালে খেলতে চান জামাল, হংকং ম্যাচে আসবেন হামজা |
![]() |
ম্যানসিটি বিশেষ জায়গা দখল করেছে গুনদোগানের। আবেগতাড়িত কণ্ঠে তাই বললেন, ‘ম্যানচেস্টার সিটি সব সময় আমার হৃদয়ে একটি বিশেষ স্থান রাখবে। আমাদের সময়ে আমরা অনেক সাফল্য উপভোগ করেছি, যার মধ্যে অন্যতম ছিল ট্রেবল জয়ী মৌসুমে অধিনায়ক হওয়া ‘
ট্রফি জয়ের প্রসঙ্গে বললেন, ‘প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জেতা আমার জন্য অনেক অর্থবহ ছিল, এই ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ ট্রফি প্রথমবার জেতার সুযোগ পাওয়া, তা আমার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে, ‘আমার কোনো সন্দেহ নেই ম্যানচেস্টার সিটি ভবিষ্যতে আরও অনেক সাফল্য উপভোগ করবে এবং আমি অবশ্যই দূর থেকে তাদের খেলা দেখব, যখন আমি তুরস্কে আমার ক্যারিয়ার চালিয়ে যাব।
গুনদোগান এর আগে বোচুম, নুরেমবার্গ ও বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন। সিটির ফুটবল ডিরেক্টর হুগো ভিয়ানা বললেন, ‘ইলকায় গুনদোগান ম্যানচেস্টার সিটিতে সাফল্যের প্রতীক। আমরা এখানে তার অবদান কখনোই ভুলব না।’
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। শিলংয়ে গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচ এবং জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলে হারা ম্যাচে মাঠে নামা হয়নি জামাল ভূঁইয়ার। এই দুই ম্যাচের মাঝে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছিলেন এ মিডফিল্ডার।
দুটি প্রীতি ম্যাচ ২৩ সদস্যের বাংলাদেশ দল এখন নেপালে পথে। যাওয়ার আগে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জামাল। দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও খেলতে না পারা, হামজাকে না পাওয়া এবং নেপালে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের খেলা দুটি ম্যাচে না থাকায় যেমন খারাপ লাগা আছে, সঙ্গে বাস্তবতা মেনে নিয়ে সিদ্ধান্তটা কোচের সেটাও বলেছেন, 'আমার খারাপ লাগছে, এশিয়ান কাপ বাছাইয়ের দুইটা ম্যাচে খেলিনি। সবশেষ ম্যাচ ভুটানের সঙ্গে খেলছি আর সেই ম্যাচে আমরা জিতেছি। এটা অবশ্যই কোচের সিদ্ধান্ত, কে খেলবে, কে খেলবে না। তবে আমি খেলতে চাই, সব ম্যাচ খেলতে চাই।'
আরও পড়ুন
নেপালের বিপক্ষে পাওয়া যাচ্ছে না হামজাকে |
![]() |
বাংলাদেশে অবশ্য সেরা স্কোয়াড নিয়ে নেপালে যেতে পারেনি। হামজা ছাড়াও নেই শমিত সোম ও ফাহামিদুল ইসলাম। ইতালি প্রবাসী ফাহমিদুল আছেন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ভিয়েতনামে। তাঁদেরকে মিস করবেন বললেন জামাল, 'অবশ্যই পাঁচ-ছয় জন খেলোয়াড় নেই, আমরা তাদের না থাকাটা অনুভব করব, বিশেষকরে হামজা নাই, তাকে মিস করব। আসলে গতকালও তার সঙ্গে আমার কথা হয়েছে, ওর একটা ছোটো-খাটো চোট হয়েছে, তবে বলেছে এটা সিরিয়াস কোনো চোট না। আমাকে বলেছে হংকং ম্যাচে সে আসবে।'
আগামী অক্টোবরের এক সপ্তাহের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচে এশিয়ান কাপ বাছাইয়ের। সেই ম্যাচ দুটিতে ভালো করতেই নেপালের বিপক্ষে সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে গেল বাংলাদেশ। এই ম্যাচে বেশ কিছু খেলোয়াড় না থাকলেও জেতা সম্ভব বলে মনে করেন জামাল, 'জয় সম্ভব, আমার দিক থেকে বিশ্বাস করি আমাদের জেতা সম্ভব। যদিও আমরা জানি নেপাল একটা ভাল দল।'
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে প্রীতি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। সবশেষ এ নেপালের বিপক্ষে ২০২২ সালে ৩-১ ব্যবধানে হেরেছিল হাভিয়ের কাবরেরা দল। নিজেদের প্রস্তুতির পাশাপাশি ওই হারের শোধটাও এবার নেওয়ার সুযোগ জামালদের।
নেপালের বিপক্ষে বাংলাদেশ দল:
সুজন হোসেন, মেহেদি হাসান শ্রাবণ, রহমত মিয়া, তপু বর্মণ, মোহাম্মদ রিদয়, জামাল ভূঁইয়া, তাজ উদ্দিন, আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আব্দুল্লাহ ওমর, মিতুল মারমা, তারিক কাজী, পাপন সিং, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, ঈসা ফয়সাল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সাদ উদ্দিন, পাপ্পু হোসেন।
লিওনেল মেসিকে নিয়ে যেকোনো আলোচনা এলে সেখানে অনিবার্যভাবেই চলে আসে ক্রিস্তিয়ানো রোনালদোর নামও। দেশের মাটিতে জাতীয় দলের আর্জেন্টিনা তারকার সম্ভাব্য শেষ ম্যাচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কোচ লিওনেল স্কালোনিও তুলে আনলেন পর্তুগাল অধিনায়কের কথা। তার মতে, এই দুজনই নিজেদের প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করেই হয়েছেন সবার চেয়ে আলাদা।
মেসির আগে পেশাদার ক্যারিয়ার শুরু করা রোনালদো এক যুগেরও বেশি সময় ধরে সমানে সমান লড়েছেন সাবেক বার্সেলোনা তারকার সাথে। ব্যক্তিগত ও দলীয় অর্জনের দিক থেকে দুজনের নেই কোনো কমতি। রেকর্ডের পাতায় এই পড়ন্ত বেলাতেও তারা ইতিহাস লিখছেন নতুন করে। মেসি বিশ্বকাপ জিতলেও রোনালদো তা এখনও জিততে পারেননি। তবে দুটি নেশন্স লিগ ও একটি ইউরো জয়ের স্বাদ আবার পেয়েছেন আল নাসর তারকা।
আরও পড়ুন
পড়ন্ত বেলায় ইতালিতে পাড়ি জমালেন ভার্ডি |
![]() |
আসছে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার ম্যাচ সামনে রেখে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মেসির পাশাপাশি রোনালদোরও প্রশংসা করেন স্কালোনি।
“এই বয়সে এসেও রোনালদো যে পর্যায়ে খেলছে, সেটা সম্ভব হয়েছে সে কঠোর পরিশ্রম করে আর নিজের যত্ন নেয় বলে। সে বা মেসির মতো খেলোয়াড়রা ভিন্ন ধাচের। তারা দুজনেই নিজেদের প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগিয়ে এখনও শীর্ষে অবস্থান করছে।”
আগামী ৪ সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামবে আর্জেন্টিনা। আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলায় ম্যাচটির খুব একটা প্রতিযোগিতামূলক গুরুত্ব নেই বর্তমান বিশ্বকাপজয়ীদের জন্য। তবে এই ম্যাচটিই ইতিহাসে জায়গা পেতেও পারে। কারণ, এটাই যে হতে পারে আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের হয়ে মেসির শেষ অফিসিয়াল ম্যাচ।
স্কালোনি অবশ্য এই ম্যাচ বা ২০২৬ বিশ্বকাপ দিয়ে মেসির সম্ভাব্য অবসর নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি। “মেসিকে যতদিন পাওয়া যাচ্ছে, আমরা যেন সেটা উপভোগ করি। কবে থামবে, সেটা তার সিদ্ধান্ত। ২০২৬ বিশ্বকাপই শেষ হবে কিনা, সেটা বলা কঠিন। তবে এই সিদ্ধান্ত স্রেফ মেসিরই। থেমে যাওয়াটা কখনোই সহজ নয়, আমিও সেটা অনুভব করেছিলাম।”
লেস্টার সিটিতে ১৩ বছরের ক্যারিয়ারের ইতি টেনে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন জেমি ভার্ডি। ইংলিশ এই স্ট্রাইকার যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাব ক্রেমনেসে।
ক্লাবটি এক বিবৃতিতে জানায়, আপাতত ২০২৬ সাল পর্যন্ত চুক্তিতে সম্মত হয়েছে দুই পক্ষ। তবে কিছু শর্ত পূরণ হলে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
গত মৌসুমের শেষের দিকে লেস্টারের জার্সিতে নিজের ৫০০তম ও শেষ ম্যাচে ক্লাবটির হয়ে ২০০তম গোলটি করেন ভার্ডি। ওই ম্যাচ দিয়ে শেষ হয়েছে ইংল্যান্ডে তার ক্লাব ক্যারিয়ারের পথচলা।
আরও পড়ুন
মেসি-রোনালদো কেন সবার চেয়ে আলাদা, বললেন স্কালোনি |
![]() |
লেস্টারের জার্সিতে ভার্ডি নিজেকে কিংবদন্তি হিসেবে তুলে ধরেছেন। তিনি ক্লাবটির সেই দলের অংশ, যারা ২০১৬ সালে ক্লদিও রানিয়েরির অধীনে ইতিহাসের অন্যতম বড় চমকের জন্ম দিয়ে প্রিমিয়ার লিগ জিতেছিল। এছাড়া তার অর্জনের মধ্যে রয়েছে ২০২১ সালে এফএ কাপ জয়।
সেই অধ্যায় পেছনে ফেলে গত রবিবার ভার্ডি ইতালিতে পৌঁছালে তাকে সেখানে উষ্ণ অভ্যর্থনাই জানানো হয়। ক্রেমনেসের ভক্তরা ঘিরে ধরে তার অটোগ্রাফ নেন। অতি রোমাঞ্চিত কেউ কেউ তার মুখের আবয়ব উল্কি পর্যন্ত করে ফেলেছে শরীরে। তারা চিৎকার করে বলছিল, “আমাদের ইউরোপে নিয়ে চলো ভার্ডি।”
এই মৌসুমেই সেরি আয় প্রমোশন পাওয়া ক্রেমনেসের মূল লক্ষ্য থাকবে ইতালির শীর্ষ লিগে টিকে থাকা। মৌসুমের ইতিবাচক শুরু আর সাথে অভিজ্ঞ ভার্ডির আগমনে সমর্থকদের মধ্যে জেগেছে বড় স্বপ্ন।
ক্রেমনেস এই মৌসুমে তাদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে, এর মধ্যে রয়েছে সান সিরোতে এসি মিলানের বিপক্ষে ২-১ গোলের জয়।
ইউরোপের গ্রীষ্মকালীন দলবদলের জানালা বন্ধ হয়েছে গতকাল। দলবদল ইউরোপের হলেও বয়ে গেল যেন আর্জেন্টাইন ‘গ্রীষ্ম ঝড়’! আর্জেন্টিনার ফুটবলারদের প্রভাব ছিল বেশ চোখে পড়ার মতো। জায়ান্ট ক্লাবগুলো বেছে নিয়েছে দেশটির অভিজ্ঞ ও তরুণ প্রতিভাদের।
রিয়াল মাদ্রিদের হয়ে ফ্রাঙ্কো মাস্তানতুনোর অভিষেক হয়েছে। নাটকীয়তার পর আলেহান্দ্রো গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নতুন করে ঠিকানা গড়েছেন চেলসিতে। নিকো গঞ্জালেস-থিয়াগো আলমাদাকে ভিড়িয়েছে আতলেতিকো মাদ্রিদ। চেলসিতে ফাকুন্দো বুয়োনানোত্তে। কিছু ট্রান্সফার ছিল বেশ আলোচিত।
ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপ ঘিরে এই দলবদলগুলো আর্জেন্টিনার জাতীয় দলকেও বাড়তি শক্তি দিতে পারে। খেলোয়াড় নির্বাচনে অপশন বাড়বে কোচ লিওনেল স্কালোনির। ইউরোপীয় দলবদলে আর্জেন্টাইন ঝড়টা কেমন ছিল।
আরও পড়ুন
পড়ন্ত বেলায় ইতালিতে পাড়ি জমালেন ভার্ডি |
![]() |
ফ্রাঙ্কো মাস্তানতুনো, রিয়াল মাদ্রিদ
রিভার প্লেটের এই রত্নের জন্য রিয়াল মাদ্রিদ জুনে তাঁর বাইআউট ক্লজের ৪৫ মিলিয়ন ইউরোসহ মোট ৬০ মিলিয়ন গ্রস পরিশোধ করে। আগস্টে ১৮ বছর পূর্ণ না হওয়ার পর অফিশিয়ালি তাঁর নাম তালিকাভুক্ত হয় ক্লাবে। এই অ্যাটাকিং মিডফিল্ডার/উইঙ্গারের চুক্তির মেয়াদ ২০৩১ সালের জুন পর্যন্ত এবং ১ বিলিয়ন ইউরো বাইআউট ক্লজ রাখা হয়েছে। এরই মধ্যে ওসাসুনা, রিয়াল ওভিয়েদো ও মায়োর্কার বিপক্ষে লা লিগায় খেলেছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁকে রিয়ালের নতুন ‘আইকন’ বলেও উল্লেখ করছে।
আলেহান্দ্রো গার্নাচো, চেলসি
২১ বছর বয়সী এই উইঙ্গার ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বিশ্বচ্যাম্পিয়ন চেলসিতে যোগ দেন প্রায় ৪০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফারে। কোচ রুবেন আমরিমের সঙ্গে সম্পর্ক উষ্ণ হওয়ায় দল ছাড়েন। তাঁর চুক্তি ২০৩২ সালের জুন পর্যন্ত। নিজের পছন্দমতো ক্লাব পেয়েছেন. এখন লক্ষ্য জাতীয় দলে জায়গা নিয়মিত করা। যেখানে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি চলছে।
থিয়াগো আলমাদা. আতলেতিকো মাদ্রিদ
এই আর্জেন্টাইনকে বোতাফোগো থেকে আতলেতিকো ২১ মিলিয়ন ইউরো খরচ করে দলে ভিড়িয়েছে। মাদ্রিদের ক্লাবটির সঙ্গে পাঁচ মৌসুমের চুক্তি হয়েছে তাঁর। তিনি এরই মধ্যে এস্পানিওল, এলচে ও আলাভেসের বিপক্ষে লা লিগায় খেলেছেন।
নিকোলাস গঞ্জালেস, আতলেতিকো মাদ্রিদ
শেষ মুহূর্তের আরেক চুক্তিতে ২৭ বছর বয়সী নিকো গঞ্জালেস যোগ দিয়েছেন আতলেতিকোয়। এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে লোনে জুভেন্টাস থেকে নেয় তারা। নির্দিষ্ট শর্ত পূরণ হলে কিনে নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
ক্লাদিও এচেভেরি, বায়ার লেভারকুসেন
ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার পরিকল্পনায় ছিলেন না। ফলে এক বছরের লোনে জার্মান ক্লাব লেভারকুসেনে যোগ দেন এই মিডফিল্ডার। এচেভেরিকে অবশ্য কিনে নেওয়ার অপশন নেই, তবে পুরো বেতন তারা বহন করবে। ১৯ বছর বয়সী এই সাবেক রিভার প্লেট তারকা বুন্দেসলিগায় হফেনহাইম ও ভার্ডার ব্রেমেনের বিপক্ষে খেলেছেন। বয়সভিত্তিক ফুটবলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনা দলেও জায়গা করেছেন তিনি।
এজেকিয়েল ফের্নান্দেজ, বায়ার লেভারকুসেন
সৌদি আরবের আল-কাদিসিয়া থেকে ইউরোপে এলেন বোকা জুনিয়র্সের সাবেক এই মিডফিল্ডার। ৩০ মিলিয়ন মার্কিন ডালরে চার বছরের চুক্তিতে লেভারকুসেনে আসে তিনি। বোকা এক্স-টিম হিসেবে সংহতি ফি বাবদ ১.৫ মিলিয়ন ডলার পায়। ২৩ বছর বয়সে ফুটবলারের এটাই প্রথম ইউরোপীয় অভিজ্ঞতা।
আরন আনসেলমিনো, বরুশিয়া ডর্টমুন্ড
বোকা জুনিয়র্সের সাবেক ডিফেন্ডার চেলসিতে সুযোগ না পাওয়ায় লোনে এক মৌসুমের জন্য ডর্টমুন্ডে যোগ দিয়েছেন। কিনে নেওয়ার কোনো অপশন নেই। ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ২০ বছর বয়সী এই আর্জেন্টাইনের অভিষেক হয়েছে, দর্শকেরা দাঁড়িয়ে অভিবাদনও জানিয়েছেন।
লুকাস বেলত্রান, ভ্যালেন্সিয়া
ফিওরেন্তিনা থেকে এক বছরের লোনে ভ্যালেন্সিয়ায় যোগ দিয়েছেন এই ফরোয়ার্ড। কিনে নেওয়ার অপশন নেই। ২৪ বছর বয়সী রিভার প্লেটের সাবেক এই ফুটবলার প্রথমবারের মতো স্প্যানিশ ফুটবলে খেলবেন।
আরও পড়ুন
মেসি-রোনালদো কেন সবার চেয়ে আলাদা, বললেন স্কালোনি |
![]() |
ফাকুন্দো বুয়োনানোত্তে, চেলসি
ট্রান্সফার উইন্ডোর একেবারে শেষে, ২০ বছর বয়সী এই মিডফিল্ডারকে ব্রাইটন থেকে এক বছরের লোনে নিয়েছে চেলসি। ব্রাইটনের নতুন কোচ তাঁকে পরিকল্পনায় রাখেননি। গত মৌসুমে লেস্টার সিটিতে খেলে ৫ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন তিনি।
ভ্যালেন্তিন গোমেজ, রিয়াল বেতিস
ভেলেজ সার্সফিল্ডের ডিফেন্ডারকে দলে ভেড়াতে প্রায় ৭ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হয়েছে রিয়াল বেতিসকে। চুক্তির মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত। ভবিষ্যতে বিক্রি হলে ১০ শতাংশ ক্যাপিটাল গেইন পাবে ভেলেজ। ২২ বছর বয়সী এই ফুটবলার লা লিগায় এরই মধ্যে আলাভেস ও সেল্তা ভিগোর বিপক্ষে খেলেছেন।
ফেদেরিকো রেদোনদো, এলচে
২২ বছর বয়সী মিডফিল্ডার ফেদেরিকো রেদোনদোকে (ফার্নান্দো রেদোনদোর ছেলে) ইন্টার মায়ামি থেকে অর্ধেক মালিকানা কিনে নেয় এলচে, ২.৫ মিলিয়নে। পাঁচ বছরের চুক্তি। লা লিগায় আতলেতিকো ও লেভান্তের বিপক্ষে খেলেছেন তিনি।
হুলিয়ান কাররাঞ্জা, লেস্টার সিটি
২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ফেয়নুর্দ থেকে এক বছরের লোনে যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটি, কিনে নেওয়ার অপশনও আছে। রেলিগেশনের পর লেস্টার প্রিমিয়ার লিগে ফেরার লক্ষ্য নিয়েছে নতুন মৌসুমে।
এস্তেবান আন্দ্রাদা, রিয়াল সারাগোসা
৩৪ বছর বয়সী গোলরক্ষক আন্দ্রাদাকে মেক্সিকান ক্লাক মনতেরে লোনে পাঠিয়েছে স্প্যানিশ দ্বিতীয় বিভাগ ক্লাবে রিয়াল সারাগোসায়। প্রমোশন পেলে কিনে নেওয়ার সুযোগ থাকবে।
হোয়াকিন পানিচেল্লি, রেসিং স্ট্রাসবুর্গ
রিভার প্লেটে না খেলেই আলাভেস থেকে ১৬ মিলিয়নে ইউরোয় ফ্রান্সে যোগ দেন পানিচেল্লি। রিভার সলিডারিটি ও আগের চুক্তি বাবদ ৩.৮ মিলিয়ন মার্কিন ডলার পাবে। কনফারেন্স লিগ ও লিগ ওয়ানে খেলেছেন স্ট্রাসবুর্গের হয়ে।