১৪ মার্চ ২০২৪, ১:০১ পিএম
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে আবাহনী লিমিটেড শুরুটা করেছিল দাপুটে জয় দিয়ে। পরের রাউন্ডেই সেই ধারায় বজায় রাখল দলটি। একতরফা ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে দাঁড়াতেই দেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দিনের আরেক ম্যাচে বড় জয় পেয়েছে শক্তিশালী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও।
ফতুল্লায় গাজী টায়ার্সের বিপক্ষে আবাহনী ইনিংসের শুরুতেই হারায় নাইম শেখকে। সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়কে নিয়ে ১৬৯ রানের জুটি গড়েন সাব্বির হোসেন। আগের ম্যাচে দলীয় সর্বোচ্চ ৭১ রান করা এই ব্যাটার এদিনও খেলেন দারুণ এক ইনিংস। মাত্র ৮০ বলে ১০ চার ও ৪ ছক্কায় সাজান ৯৮ রানের ইনিংস। অন্যপ্রানে জয়ের ব্যাট থেকে আসে ৭৩ রান।
আরও পড়ুন: ডিপিএলে প্রাইম ব্যাংকের অধিনায়কত্ব করবেন তামিম
এই দুজনের ব্যাটে চড়ে বড় রানের ভিত পাওয়া আবাহনী ইনিংসের মাঝামাঝি সময়ে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায়। তবে ষষ্ঠ উইকেটে ৮৩ রানের জুটিতে ৩৫০ প্লাস স্কোর নিশ্চিত করেন জাকের আলি ও মোহাম্মদ সাইফুদ্দিন। মারকুটে ব্যাটিংয়ে জাকের অপরাজিত থাকেন ৫ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৭৬ রানে, বল খেলেন স্রেফ ৪৮টি।
সাথে সাইফউদ্দনের ২৯ রানে আবাহনী ৭ উইকেটে দাঁড় করায় ৩৪৩ রানের বিশাল সংগ্রহ। গাজী টায়ার্সের হয়ে ৩৯ রানে ২ উইকেট নিয়ে সেরা বোলার ইফতিখার হোসেন ইফতি।
বৃষ্টির কারণে ৪০ ওভারে নেমে আসা ম্যাচে রান তাড়ায় শুরু থেকেই ছন্দহীন গাজী টায়ার্স মাত্র ৬৫ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। সেখান থেকে জয়ের আশা বাদ দিয়ে দলটির মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় পূর্ণ ওভার খেলা। অন্যদের ব্যর্থতার দিনে উইকেটরক্ষক-ব্যাটার গাজি তাহজিবুল ইসলাম খেলেন ৫৮ রানের ইনিংস। তাতে ৪০ ওভারে তার দল ৯ উইকেটে করে ১৬৩ রান।
বৃষ্টি আইনে আবাহনী জয় পায় ১৪৬ রানের। সমান তিনটি করে উইকেট নেন পেসার খালেদ আহমেদ ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
বিকেএসপি ৪-এ আগে ব্যাটিংয়ে নামা প্রাইম ব্যাংক ইনিংস শুরু করে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালকে ছাড়াই। তবে পারভেজ হোসেন ইমন ও শাহাদাত হোসেন দীপুর অনবদ্য ওপেনিং জুটি সেই শুন্যতা বুঝতেই দেয়নি৷ দুজনেই তুলে নেন শতক। প্রথম উইকেটে আসে ২৪৬ রান৷ আগ্রাসী ব্যাটিংয়ের পসরা সাজিয়ে ইমন মাত্র ১২৯ বলে করেন ১৫১ রান, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সর্বোচ্চ স্কোর।
কম যাননি দীপুও। তরুণ এই ব্যাটার করেন ১১৯ রান। তিনে নামা তামিম ফেরেন ১৬ রানে। শেষের দিকে মাহেদি হাসানের মাত্র ১৭ বলে ৪৫ রানের বিস্ফোরক ইনিংসে ৪৯ ওভারে প্রিমিয়ার ব্যাংকের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৩৮০। ৩ উইকেট নেন আবু জায়েদ রাহি, খরচা ৭০ রান।
পাহাড়সম টার্গেটে ব্রাদার্স ইউনিয়নের শুরুটা আশা জাগানিয়াই ছিল। প্রথম দুই উইকেট জুটিতেই যোগ হয় পঞ্চাশের বেশি রান। তবে রানের গতি তাতে কিছুটা কমে যাওয়ায় ক্রমশ ব্যাটারদের ওপর চাপ বাড়ছিল দ্রুত রান তোলার৷ আর সেটা করতে গিয়ে মাত্র ৪৫ রানে ৭ উইকেট হারিয়ে বসে দলটি৷ শেষ পর্যন্ত টেনেটুনে করতে পারে ৯ উইকেট ২১৫। সর্বোচ্চ রান আসে আব্দুল মজিদের ব্যাট থেকে, ৭৬ বলে ৫৬।
আরও পড়ুন: প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট থেকে টেস্ট ক্রিকেটে দীপু
ম্যাচে তামিমের দল পায় ১৬৫ রানের জয়। দলটির হয়ে হয়ে দুই বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম ও সানজামুল ইসলাম দুজনই নেন তিনটি করে উইকেট।
বিকেএসপি ৩-এ দিনের অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিং করে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে অধিনায়ক নুরুল হাসান সোহান ও সৈকত আলির ফিফটিতে শেখ জামাল করে ৭ উইকেটে ২৩৭।
খালিদ হাসান, মার্শাল আইয়ুব ও অধিনায়ক আকবর আলির তিন ফিফটিতে ৪৪.৫ ওভারেই জয়ের বন্দরে পা রাখে শাইনপুকুর। চলতি আসরে এটি দলটির প্রথম জয়।
ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে এনসিএলের টি-টোয়েন্টি আসর। বিপিএলের আগে স্থানীয় ক্রিকেটারদের প্রস্তুত করতেই এমন টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার গ্রুপ পর্বের ম্যাচ গুলো সিলেটে হলেও প্লে অফ ও ফাইনাল ম্যাচ হবার কথা ছিল ঢাকায়। তবে জানা গেছে, টুর্নামেন্টের সব ম্যাচই চলে যাচ্ছে সিলেটে।
১১ ডিসেম্বর চায়ের শহরে শুরু হচ্ছে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। আর এই সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপ পর্বে প্রতি দিন দুই মাঠে ম্যাচ হবে ৪ টি করে।
আরও পড়ুন
ক্রিকেটের জন্য হঠাৎ একসঙ্গে দুই খান, নেপথ্যে কী? |
মূলত বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বিসিবি। আর্মি স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও এই অনুষ্ঠানটি ২৩ ডিসেম্বর করতে হচ্ছে হোম অব ক্রিকেটে। সে কারণেই সেই সময় মিরপুরে ম্যাচ আয়োজন করা সম্ভব না।
জাতীয় দলের ক্রিকেটাররা এই সময় ব্যস্ত থাকবেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। তবে ওয়ানডে সিরিজ শেষ করে এই টুর্নামেন্টে যোগ দিতে পারেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। তামিম ইকবালও খেলার কথা এই আসরে। এছাড়া দেশের ক্রিকেটের প্রায় সব তারকা ক্রিকেটারকেই দেখা যাবে এনসিএল টি-টোয়েন্টিতে।
দীর্ঘদিন ধরেই ঢাকাই সিনেমার পর্দা একাই শাসন করছেন শাকিব খান। এবার ক্রিকেট মাঠেও দেখা যাচ্ছে তাকে। তবে ক্রিকেটার হিসেবে নয়, বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) দলের মালিক হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি।
বিপিএলে আগেই একটি দল কিনেছেন শাকিব। তার দলের নাম 'ঢাকা ক্যাপিটালস'। শাকিব খান তার কসমেটিকস ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের হয়ে এ দল কিনেছেন এই ডালিউড তারকা।
শাকিবের সাথে একটা সময় সিনেমা দাপিয়ে বেড়ালে সবশেষ কয়ে বছরে সিনেমায় আড়ালেই ছিলেন আমিন খান। তবে আবার শাকিবের সাথে জুটি আমিনের, সেটাও ক্রিকেটের কল্যাণে। 'ঢাকা ক্যাপিটালস' ঢেরায় ওয়ালটনের হয়ে বিপিএলের শাকিবের সাথে হাজির আমিন খান।
ভারতকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করার সিরিজে প্রায় ৪৯ গড়ে ২৪৪ রান করেও উইল ইয়ং নিউজিল্যান্ডের একাদশে জায়গা হারিয়েছেন! কেন হারিয়েছেন? কারণ দেশটির ইতিহাসের সেরা ব্যাটসম্যানটিকে জায়গা করে দিতেই তাকে বাদ দিতে হয়েছে! সেই ব্যাটসম্যানটি কেন উইলিয়ামন, আর ফিরেই ১৯৭ বলে খেলেছেন ৯৩ রানের ইনিংস, হাঁকিয়েছেন দশটি চার।
ক্রাইস্টর্চাচে ইংল্যান্ডের বিপক্ষে উইলিয়ামসন প্রমাণ রেখেছেন কেন তিনি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার? হ্যাগলি ওভালে ৯৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন উইলিয়ামসন। ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ১৩৩ রানের অপরাজিত ইনিংস। এরপর ৮টি ইনিংস খেলেছেন, কিন্তু আর তিন অংকের দেখা পাননি। এবার হাতছানি ছিল ৩৩-তম সেঞ্চুরির, তবে সেটি করা সম্ভব হয়নি ৭ রান দূরে থেকে আউট হওয়ায়।
আরও পড়ুন
আইপিএল মেগা নিলাম : চড়া মূল্য গাজানফারের, অবিক্রীত উইলিয়ামসন-মুজিব |
তাকে ঘিরে বেশ কিছু ছোট ছোট ইনিংস খেলেছেন লামাম-রবীন্দ্ররা। তখন আরও বড় ইনিংসের ইঙ্গিত ছিল নিউ জিল্যান্ডের তরফে। ৬০ ওভারের আগ পর্যন্ত দাপট ছিল কিউইদের। ৬০ ওভারের পরে অবশ্য নিঃসন্দেহে ইংল্যান্ডের কামব্যাক করেছে। দিনশেষে উইকেটে অপরাজিত রয়েছেন ৪১ রানে গ্লেন ফিলিপস এবং ১০ রানে টিম সাউদি।
৩১৯ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসেছে কিউইরা। আর তাই কিছুটা হলেও মন খারাপ উইলিয়ামসনের,
‘এখানকার উইকেট খুব ভালো, শুরুটা একটু চ্যালেঞ্জিং ছিল। দু’দলের খেলায় দিনশেষে একটা ভারসাম্য আছে। আমাদের আরও বড় পার্টনারশিপ তৈরি করা দরকার ছিল।’
উইলিয়ামসন যখন প্যাভিলিয়নে ফেরেন তখন নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২২৭। দিনশেষে ৪১ রানে অপরাজিত আছেন গ্লেন ফিলিপস, সাথে শেষ সিরিজ খেলতে থাকা টিম সাউদি ১০ রানে। ইতিমধ্যে ২১ রানের জুটি হয়েছে, আর তাই উইলিয়ামসনের বিশ্বাস কিউইদের ইনিংসটা আরও বড় হবে। তবে অফস্পিনার শোয়েব বশির হয়ে উঠেছেন বড় হুমকি, ইতিমধ্যে ৬৯ রানে নিয়েছেন চার উইকেট। ক্যারিয়ারে চতুর্থবার পাঁচ উইকেট শিকারের হাতছানি তাঁর সামনে।
আরও পড়ুন
তৃতীয় টেস্টেও উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড |
গ্লোবাল সুপার লিগে রান আউটে কপাল পুড়েছে রংপুর রাইডার্সের, প্রথম ম্যাচ শেষে অধিনায়ক নুরুল হাসান সোহান সেটি স্বীকারও করেছেন। সহজ ম্যাচ নির্ধারিত ২০ ওভারে জিততে না পারা, এরপর সুপার ওভারে হেরে যাওয়ার পর অধিনায়ক বেশ হতাশাই প্রকাশ করেছেন।
গায়ানায় টস জিতে আগে ব্যাট করে হ্যাম্পশায়ার। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে ইংলিশ দলটি। জবাবে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল রংপুর, ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে তারা। স্কোর টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষ ৩ ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান, হাতে ছিল ৫ উইকেট। এমন সমীকরণও মেলাতে পারেনি রংপুর। অধিনায়ক সোহান হতাশা লুকাননি 'এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। টুর্নামেন্ট ভালোভাবে শুরু করার খুব দারুণ সুযোগ ছিল। কিন্তু আমরা সুযোগটা হাতছাড়া করলাম।'
আরও পড়ুন
সোহান-মাহেদিকে ধরে রাখল রংপুর রাইডার্স, ডিরেক্ট সাইনিং সাইফ উদ্দিন-খুশদিল |
কেন এই সহজ সমীকরণ মেলানো যায়নি তাঁর ব্যাখ্যাও দিয়েছেন অধিনায়ক। তাঁর হিসেবে রানআউটের কারণেই হারতে হয়েছে,
‘পনেরো ওভার পর আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। এরপর আমরা এটা মিস করেছি। আমার মনে হয় রান আউট দু’টির কারণে আমাদের ম্যাচ হারতে হয়েছে।'
সুযোগ ছিল সুপার ওভারেও। খুশদিল শাহ’র ছক্কায় ১২ রান তুলেছিল রংপুর রাইডার্স। এই রান ডিফেন্ড করতে ইংলিশ পেসার জ্যাক চ্যাপেলের ওপর আস্থা রেখেছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। শেষ ২ বলে যখন ৫ রান দরকার, তখন পঞ্চম বলে এই পেসারকে আরো একটা ছক্কা হাঁকিয়ে ম্যাচের ইতি টানেন তাঁরই স্বদেশি লিয়াম ডসন।
গায়ানার উইকেটে মাঝে-মাঝে বল নিচু হয়ে আসছিল, কিন্তু ব্যাটে খুব ভালোভাবে আসছিল বলে ম্যাচ শেষে জানান অধিনায়ক। গায়ানায় শান মাসুদের ধীর গতির ফিফটিতে ১৩২ রানের পুঁজি পায় হ্যাম্পশায়ার। রংপুরের হয়ে ২৩ রানে ৫ উইকেট নেন জ্যাক চ্যাপেল। ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার ও স্টেফেন টেইলর উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৬ রান। তবে দুই ওপেনার ফেরার পরই রানের গতি কমে যায়। শেষ ওভারে জয়ের জন্য তাদের ৭ রান প্রয়োজন ছিল। ৬ রানের বেশি নিতে পারেনি রংপুর।
আরও পড়ুন
ইমনের টানা দ্বিতীয় শতক, সোহানের ক্যাপ্টেনস নক, আবাহনীর তৃতীয় জয় |
১ ডিসেম্বর রাত ৮টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স, প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।
অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে সেভাবে আলো না ছড়াতে পারলেও দ্বিতীয় ইনিংসে অগ্নিঝরা এক স্পেল উপহার দেন তাসকিন আহমেদ। টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার উপহার দেন অভিজ্ঞ এই পেসার। তার একটা দারুণ স্বীকৃতি পেলেন তিনি। বোলারদের টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তাসকিন।
বুধবার আইসিসি প্রকাশ করেছে আইসিসি র্যাঙ্কিংয়ের হালনাগাদ। সেখানে ১৬ ধাপ এগিয়ে ৫১তম স্থানে উঠে এসেছেন তাসকিন। ডানহাতি এই পেসারের রেটিং পয়েন্ট এখন ৩৮৩, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬৪ উইকেটে নেন ৬ উইকেট। টেস্ট ক্রিকেটে এটাই ছিল তাসকিনের প্রথম ফাইফার।
প্রথম টেস্টে সেরা ছন্দে না থাকা তাইজুল ইসলাম কিছুটা পিছিয়ে গেছেন। বাঁহাতি এই স্পিনার ৫ ধাপ নেমে এখন আছেন ২৩তম স্থানে। দুই ইনিংসে চার উইকেট নিলেও আরেক স্পিনার ও বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের এক ধাপ অবনমনে অবস্থান ২৬তম।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে অবশ্য দারুণ উন্নতি করেছেন ম্যাচে ব্যাট হাতেও ভালো করা মিরাজ। ২৩ ও ৪৫ রানের দুটি ইনিংস ও সাথে চার উইকেট তাকে নিয়ে এসেছে যৌথভাবে সাকিব আল হাসানের সাথে তৃতীয় অবস্থানে। দুজনেরই রেটিং পয়েন্ট ২৬৯।
প্রথম ইনিংসে ৪০ রান করা লিটন দাস এক ধাপ উন্নতি করেছেন ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। যৌথভাবে তিনি এখন আছেন ৩২তম। প্রথম ইনিংসে ঠিক ৫০ রান করা অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকেরও উন্নতি হয়েছে। এক ধাপ এগিয়ে তিনি এখন আছেন ৪৭তম অবস্থানে। চোটের কারণে এই সিরিজ মিস করা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিন ধাপ পিছিয়ে চলে গেছেন ৫৯তম স্থানে।
২ দিন আগে
৬ দিন আগে
৯ দিন আগে
১১ দিন আগে
১২ দিন আগে
১৫ দিন আগে
১৫ দিন আগে
১৬ দিন আগে
১৬ দিন আগে
১৬ দিন আগে
১৯ দিন আগে
২০ দিন আগে
২১ দিন আগে
২১ দিন আগে
৩২ দিন আগে